যশোরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় নিজ ঘর থেকে রিক্তা বেগম নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী-সতীন ও সৎছেলে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেঁকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ছয় মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে পরকীয়ার সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতীনের সঙ্গে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেননি। আজ সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎমা রিক্তা বেগমকে গলা‌ কেটে হত্যা করেন। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলেন। এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছেন। পুলিশ তাদের আটক করতে চেষ্টা করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence