কথা কাটাকাটির জেরে যুবক খুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় সাজিদ (২১) নামে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে মন্টি (২৬) নামে একজনের বিরুদ্ধে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাচিঝুলি মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাজীদ ওই এলাকার আজাদ বাবুর্চির ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা শফিক ড্রাইভারের ছেলে মন্টি চা স্টলে আড্ডা দিচ্ছিল। এ সময় নিহত সাজিদ চা স্টলে এলে মন্টির সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একপর্যায়ে মন্টি চা স্টলে থাকা সুপারি কাটার সরতা দিয়ে সাজিদকে বুকে আঘাত করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ