রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ ইউনিটে মোট আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য গড়ে ৮২ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
এক নজরে ‘সি’ ইউনিট:
‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।
আসন সংখ্যা:
এ বছর এই ইউনিটে ২০টি আসন বাড়ানো হয়েছে। 'সি' ইউনিটে মোট আসন আসন সংখ্যা রয়েছে ১৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৪৯৬টি; গত বছরে ছিল ১৪৬০টি। অবিজ্ঞান শাখার আসন সংখ্যা ৪০টি; গত বছরে ছিল ৫৬টি। যারা অবিজ্ঞান শাখা পরীক্ষা দেবে তারা শুধু শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ (১০টি আসন), ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ (১০টি আসন) এবং মনোবিজ্ঞান বিভাগে (২০টি আসন) ভর্তির সুযোগ পাবেন।
আবেদন সংখ্যা:
এ বছরে 'সি' ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু।
প্রশ্নের পদ্ধতি:
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে; সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
পরীক্ষা পদ্ধতি:
ভর্তি পরীক্ষা দুটি শাখায় অনুষ্ঠিত হবে। ১. বিজ্ঞান শাখা ও ২. অ-বিজ্ঞান (মানবিক, ব্যবসায় শিক্ষা)
১. বিজ্ঞান শাখা
বিজ্ঞান শাখায় প্রশ্নপত্রে দুটি অংশ থাকবে (ক) আবশ্যিক এবং (খ) ঐচ্ছিক। আবশ্যিক অংশে প্রশ্ন থাকবে পদার্থবিজ্ঞান ২৫টি, রসায়ন ২৫টি এবং আইসিটি ৫টি। ঐচ্ছিক অংশে গণিত/জীববিদ্যা/জীববিদ্যা+গণিত মিলে ২৫/২৫/১৩+১২। সব মিলে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। মোট ১০০ নম্বর।
পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে:
এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
মেধাতালিকা যেভাবে:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এসএসসি ও এইচএসসি) বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধা তালিকায় এগিয়ে থাকবে। এছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) জানা যাবে।