১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

১৩ মার্চ ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM
জাকির হোসেন খান

জাকির হোসেন খান © টিডিসি

ঝালকাঠির নলছিটিতে ১০ টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জাকির হোসেন খান (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (১২ মার্চ) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ জাকির হোসেন ১০ টাকার লোভ দেখিয়ে ওই শিশুটিকে নিজের অটোরিকশার গ্যারেজে নিয়ে যায়। এ সময় শিশুটির বড় বোন তা দেখে মাকে খবর দেয়। মা ছুটে এলে জাকির পালিয়ে যান। এরপর শিশুর প্যান্ট খোলা দেখে সন্দেহ হলে মা পুলিশের শরণাপন্ন হন।

এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর পরই অভিযান চালিয়ে জাকির হোসেন গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। শিশুটির পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে।’

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage