ছাত্রদল নেতার বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১২ মার্চ ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
রতন হোসেন

রতন হোসেন © টিডিসি

পাবনার চাটমোহরে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রতন হোসেন (২৫) নামে এক  ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১১ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে ওই  ছাত্রদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী।

মামলার আসামিরা হলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।

ভুক্তভোগী ছাত্রী বলেন ‘দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা তাকে বিরক্ত করতো। নানান রকম কুপ্রস্তাব দিত, কিন্তু আমি তাতে সাড়া দেই নাই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে  তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়।  এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।আমার বাবা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না।’

তিনি আরও বলেন, ‘এ সময় রতন ও মামুন আমার মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমি ও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।’ 

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।’ 

উল্লেখ্য, ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছেন। তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, ‘মামলা রুজু হওয়ার পরপরই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হবো।’

মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে য…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাউফলে দুই বান্ধবীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ 
  • ১১ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক
  • ১০ জানুয়ারি ২০২৬
হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে:…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9