অটোরিকশায় নারী শিক্ষার্থীকে দেখে অশালীন কর্মকাণ্ড করা সেই রানা আটক
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৩:৪২ PM

রাজশাহীতে এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাকে নওগাঁর মান্দা থেকে আটক করা হয়।
আটক মাসুদ রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা এবং কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার বিকেলে রাজশাহীর বর্ণালী মোড়ে এক নারী শিক্ষার্থীর সামনে বসে অশোভন আচরণ করেন। ঘটনার একটি ভিডিও ধারণ করে ওই শিক্ষার্থী তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিডিও পোস্টের পর অনেকেই অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানান। রাতে স্থানীয় ছাত্র-জনতা তার বাড়িতে ভাঙচুর চালান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে ঘটনাটি জানানোর পর থেকেই পুলিশ দায়িত্ব মনে করে অভিযানে নামে। সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। আজ অভিযোগ পাওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, পরীক্ষা দিয়ে ইফতারি কিনে বাসায় আসার সময় বর্ণালীর মোড়ে ওই ব্যক্তি আমার সামনে বসে। হাতে কাপড়ের বড় বস্তা ছিল। বারবার আমার পায়ে লাগছিল। শুরুতে ভেবেছিলাম, ব্যাগের কারণে সমস্যা হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখি সে ইচ্ছাকৃতভাবে এমনটা করছে। পা সরাতে বলার পরও সে বাজে আচরণ করে। যখন বুঝতে পারে আমি ভিডিও করছি, তখনই হাত সরিয়ে নেয়।
গতকাল রাতে আরেকটি স্ট্যাটাসে শিক্ষার্থী জানিয়েছেন, তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সেখানে তিনি লিখেছেন, অনেকে জানতে চাইছেন, আমি কিছু করতে পেরেছি কি না। না, আমি কিছুই করতে পারিনি। ঘটনার পর আমার হাত-পা কাঁপছিল, গা ঘিনঘিন করছিল। শুধু দুটি গালি দিতে পেরেছি। তবে এখন যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা নেব।