অবসরপ্রাপ্ত সেনা সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

নিহতের স্বজনদের আহাজারি
নিহতের স্বজনদের আহাজারি  © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন মৃধা (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে তার নিজ বাড়ির একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

দেলোয়ার ওই এলাকার মৃত শফিক উদ্দিন মৃধার ছেলে। এ ঘটনায় সোহরাব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মৃধার পরিবার ঝালকাঠি সদরে বসবাস করেন। তাই তিনি একাই গ্রামের বাড়িতে থাকতেন। বিকেলে তার ছোট ছেলে বাবু মৃধা ঝালকাঠি বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসলে ঘরের সামনে থেকে দরজা আটকানো দেখতে পায়। এরপর তাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে চৌকির উপর তার বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। 

তারা আরও জানায়, গতকাল বাড়িতে কাজ করানোর জন্য সোহরাব হোসেন (৪০) নামে এক দিনমজুরকে বাড়িতে নিয়ে এসেছিলেন দেলোয়ার হোসেন। তখন তার কাছে বাড়ির বাঁশ বিক্রির ৭ হাজার টাকা ছিল। দিনমজুর সোহরাব মাদকাসক্ত থাকার কারণে হয়তো সেই টাকা নেয়ার জন্য তাকে হত্যা করেছে। পরে তাদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে সোহরাবকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করেন। 

হত্যা নিহতের স্বজনরা জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি থেকে অবসর নিয়েছে। তিনি বাড়িতেই থাকতেন। দুদিন আগে তিনি পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৭ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।

নিহত দেলোয়ারের ছেলে মাহমুদুল হাসান বাবু মৃধা জানান, তিনি প্রতিদিনের মতো বাবার জন্য খাবার নিয়ে বাড়িতে গেলে একচালা টিনের ঘরের ভেতর চৌকির ওপর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন এবং একাই গ্রামের বাড়িতে থাকতেন। পরিবারের অন্যান্য সদস্যরা ঝালকাঠি শহরে বসবাস করেন।

খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাঁচ হাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। আটক সোহরাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence