অতিরিক্ত ভাড়া দিতে না চাওয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

০৩ মার্চ ২০২৫, ১২:২১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০১ PM
হাতিয়া থানা

হাতিয়া থানা © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আহত আকলিমা বেগম (৩৩) রবিবার (২ মার্চ) সকালে হাতিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন আকলিমা বেগম ও তার বোন নাসিমা বেগম (৩০), যাদের বাড়ি তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামে।

মামলার সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটে পৌঁছান আকলিমা ও নাসিমা। লঞ্চ থেকে নামার সময় ইজারাদারের লোকজন তাদের কাছে মালপত্রের জন্য অতিরিক্ত ভাড়া দাবি করে। আকলিমা এ নিয়ে প্রতিবাদ জানিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে রসিদ দেওয়ার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইজারাদারের লোকজন আকলিমা ও তার বোনকে মারধর করে।

নির্যাতনের একপর্যায়ে অভিযুক্তদের একজন আকলিমার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই বোনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আকলিমার মাথায় ৯টি সেলাই এবং নাসিমার পায়ে ৩টি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন—তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা কাজল, উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি মোসলেহ উদ্দিন নিজাম এবং বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির।

জানা গেছে, তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার গোলাম মাওলা কাজল হলেও, ৫ আগস্টের পর বিএনপি নেতা আলমগীর কবির তার নেতৃত্বে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সঙ্গে সমঝোতা হলে আলমগীরই ঘাটের কার্যক্রম এককভাবে পরিচালনা করতে থাকেন। ঘাটের দৈনিক আয়ের ভাগবাটোয়ারা দুই পক্ষের প্রতিনিধিরা বসে নির্ধারণ করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি খোরশেদ আলম বলেন, আকলিমা নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবিতে আওয়ামীপন্থি সাবেক প্রক্টর বিভাগের চেয়ারম্যান হওয়ায় শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9