পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইস (পিআই) এমন পাঁচ জন পাইলটের সন্ধান পেয়েছে যাদের একজনও মাধ্যমিকের গণ্ডি পেরুতে পারেনি। এই খবর ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দেশটিতে। সম্প্রতি এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন।
পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন দফতরের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে মামলা করা হয়েছে। মামলায় পিআই-এর কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এ ঘটনায় দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতি ইজাজুল আহসান বিস্ময় প্রকাশ করে বলেন, যেখানে মাধ্যমিক স্তর পার না করলে বাস পর্যন্ত চালানো যায় না, সেখানে কী করে হাজার হাজার মানুষের জীবন এই পাঁচ পাইলটের হাতে ছেড়ে দেওয়া হল!
আদালত পিআই-এর বর্তমানে নিয়োগিত ৪৮৯ ফাইলটের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতার কাগজ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিমান পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পিআই-এর চার হাজার ৩২১ কর্মীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এ তথ্য উঠে এসেছে। এর বাইরে আরও ৪০২ জনের শিক্ষাগত যোগ্যতা এখনও জানা যায়নি।