ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান সজীবকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন বলে জানা যায়।
জানা গেছে, কোটা আন্দোলনের সময়ে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন সজীব।
সজীব সর্বশেষ হল সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।