পুলিশের কাছ থেকে জুলাই আন্দোলনের মামলার আসামি ছিনতাই

বগুড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
বগুড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই  © প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশি হেফাজতে থাকা ফারুক হোসেন (৪০) নামে হাতকড়া পরিহিত এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ফারুক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার একজন আসামি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকামতলার জাবারীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকার এক বাঁশ ঝাড় থেকে হ্যান্ডকাফ উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হান্নান।

জানা গেছে, আসামি ফারুক হোসেন শিবগঞ্জ থানার জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও মোকামতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ফারুক হোসেন জাবারীপুর বাজারে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ৭-৮ সদস্য অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। তাকে  হাতকড়া পরিয়ে থানায় আনার সময়  গ্রামের ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়।’

এলাকাবাসীরা জানান, 'ফারুক নিরীহ মানুষ। তাকে অযথা গায়েবি মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে। তাকে আমরা গ্রেপ্তার করতে দেব না।'

স্থানীয়রা আরও জানান, 'সারা রাত পুলিশ ওই গ্রামে তল্লাশি চালিয়ে আসামিকে গ্রেফতার করতে না পারলেও ভোর চারটার দিকে স্থানীয় একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করেন তারা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে আমার থানা ও ফাঁড়ির ফোর্স ফারুক হোসেনকে গ্রেফতার করতে যান। তখন ৪-৫শ নারী-পুরুষ পুলিশকে আটক করে আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের পুলিশ ছিল মাত্র ৭-৮ জন। ঘটনার পর আমরা হাতকড়াটি উদ্ধার করেছি। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে।’


সর্বশেষ সংবাদ