বিয়ের চাপ দেওয়ায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে গুলি করে হত্যা

০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
নিহত শাহিদা আক্তার

নিহত শাহিদা আক্তার © টিডিসি সম্পাদিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত শাহিদা আক্তার (২২) আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ে করতে চাপ দেওয়ায় প্রেমিক তৌহিদ শেখ (২৮) ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। হত্যার ঘটনায় তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার।  

পুলিশ সুপার জানান, শাহিদার সঙ্গে প্রেমের সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। বিয়ে করতে চাপ দিলে তৌহিদ তাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং পরিবারের পছন্দের অন্য একজনকে বিয়ে করার প্রস্তুতি নেন। বিষয়টি বুঝতে পেরে শাহিদা আরও চাপ দিলে তৌহিদ তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন।  

গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে শাহিদাকে ফোনে ডেকে নিয়ে মাওয়া এলাকায় ইলিশ খাওয়ার কথা বলে দেখা করেন তৌহিদ। রাতভর ঘোরাঘুরির পর শনিবার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় নিয়ে যান। সেখানেই ওয়ারী থানা থেকে লুট করা একটি রিভলভার দিয়ে শাহিদাকে গুলি করে হত্যা করেন তিনি।  

হত্যার পর তৌহিদ ঢাকায় ফিরে যান এবং রিভলভারটি কেরানীগঞ্জের বটতলী বেইলি সেতুর নিচে ফেলে দেন। পরে পরিবারের সহযোগিতায় সোমবার (২ ডিসেম্বর) রাতে লঞ্চযোগে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ভোলার ইলিশাঘাট থেকে গ্রেপ্তার করে।  

গত শনিবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস সড়ক থেকে শাহিদার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকা গুলির খোসা ও শাহিদার মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।  

নিহতের মা জরিনা বেগম শনিবার রাতে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। পরে তৌহিদ শেখকে আসামি করে মামলাটি সংশোধন করা হয়।  

নিহত শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ির বরিবয়ান এলাকার প্রয়াত আবদুল মোতালেবের মেয়ে। ঢাকার ওয়ারীর যুগিনগর এলাকায় ভাড়া থাকতেন। গ্রেপ্তার তৌহিদ শেখ ঢাকার ওয়ারীর বনগ্রাম এলাকার প্রয়াত শফিক শেখের ছেলে।  

পুলিশ জানিয়েছে, তৌহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারকে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9