শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বামী-স্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট

২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
সিসি টিভি ফুটেজে ধারণকৃত ডাকাতির চিত্র

সিসি টিভি ফুটেজে ধারণকৃত ডাকাতির চিত্র © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেজাউল করিম মালা নামে এক শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল শিল্পপতির ছেলে ও ছেলের বৌয়ের হাত-পা বেঁধে এলোপাথারি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। রেজাউল করিম মালা ফতুল্লার সস্তাপুর এলাকার ঢাকা টেক্সটাইলের মালিক।

বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম  ডাকাতির ঘটনার খবর নিশ্চিত করেছেন।

শিল্পপতি রেজাউল করিম বলেন, 'ভোরে দোতলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ৬ জন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিল। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল।'

তিনি আরও বলেন, 'ডাকাতরা প্রথমে আমার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ফেলে। তখন তারা চিৎকার দেওয়ার চেষ্টা করলে ৬ জন ডাকাত একসঙ্গে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে। এরপর আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের পরিহিত অলংকার ও আলমারি থেকে আরও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারি ভেঙে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।'

এসআই নজরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।'

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

পে স্কেল নিয়ে গভর্নরের বক্তব্য, দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বল…
  • ১১ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে গভর্নরের বক্তব্যে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
  • ১১ জানুয়ারি ২০২৬
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি
  • ১১ জানুয়ারি ২০২৬
আইপিএম বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন
  • ১১ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9