হেলমেট পরে রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতা, পুলিশে সোপর্দ করল জনতা

মারুফ হোসেন রাজীব
মারুফ হোসেন রাজীব  © সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন রাজীবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় খিলগাঁওয়ের আপন কফি হাউজে তাকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার সন্ধ্যায় হেলমেট পরিহিত অবস্থায় খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউজে প্রবেশ করলে তাকে শনাক্ত করে আটক করে উপস্থিত শিক্ষার্থী এবং স্থানীয় জনতা। এরপর তাকে সেখানে বসিয়ে তার পরিচয় নিশ্চিত করে। পরে তাকে খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মারুফ হোসেন রাজীবের নামে ২০১৮ সালের ২০ ডিসেম্বর ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণার মিছিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও কলেজ ক্যাম্পাসে মাদকদ্রব্য, বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মারধর, ভর্তি বাণিজ্য, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। 

সবশেষ বিগত জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে খিলগাঁওয়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার সময় সরাসরি নেতৃত্বদানের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


সর্বশেষ সংবাদ