ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা তানভীর হত্যা মামলায় জাহিদুল ইসলাম জিসান (২১) নামে  এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গ্রেপ্তারকৃত জিসান সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের রাজবাড়ী পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। 

অন্যদিকে, তানভীর (২১) রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার বাসিন্দা ও একই ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলেন তানভীর। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তার দেখানো জায়গা থেকে গতকাল বেলা দুইটার দিকে উপজেলার মিজানপুর ইউপির সোনাকান্দর কবরস্থান সংলগ্ন মৌলভীঘাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি লোহার চাপাতি উদ্ধার করা হয়। সোমবার বিকেলে আদালতে সোপর্দ করলে তানভীর হত্যার দায় স্বীকার করে  জিসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যান তানভীর। সেখানে কিছুক্ষণ দেরি করে পৌনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে বিনোদপুর সার্বজনীন দুর্গামন্দির-সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় সবুজ ও জিসানসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুতই রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।


সর্বশেষ সংবাদ