মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা

০৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগের নেতা মনিরুল ইসলামের ওপর হামলা

কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগের নেতা মনিরুল ইসলামের ওপর হামলা © সংগৃহীত

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম মীমকে (২৬) কারাগারে নেওয়ার জন্য আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপসহ গণপিটুনি দেওয়া হয়েছে। এতে বাধ্য হয়ে তাকে আবার আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। পরে সেনাবাহিনীর সহযোগিতায় মীমকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। এ সময় মীমের দ্রুত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি অফিস পোড়ানো, ছাত্রদের ওপর হামলা ও মারধরের ঘটনায় করা মামলায় বুধবার (৬ নভেম্বর) রাতে রংপুরের পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় মনিরুল ইসলামকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা বনে গেলেন ছাত্রদল

সন্ধ্যায় আদালত থেকে জেলা কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ডিম নিক্ষেপ ও হামলা চালানো হয়। এসময় পুলিশ তাকে আদালতের ভেতরে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর (চলতি দায়িত্ব) এস এম সুলতান মাহমুদ বলেন, ‘কারাগারে নেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। আমরা পরে তাকে আদালতের বারান্দায় ঢুকিয়ে কেঁচিগেট লাগিয়ে দেই। পরবর্তী সময়ে সেনা সদস্যরা এলে তাকে কারাগারে পাঠানো হয়।’

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬