বশেমুরবিপ্রবি

ভর্তি পরীক্ষায় জালিয়াতি; তিন জনের কারাদণ্ড

০৯ নভেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
জালিয়াতির অপরাধে কারাদণ্ড প্রাপ্তরা

জালিয়াতির অপরাধে কারাদণ্ড প্রাপ্তরা © টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার সকালে ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষার্থীকে সাত দিনের ও জালিয়াত চক্রের দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত জালিয়াত চক্রের সদস্যরা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভনাবাড়ী গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে অসিত চৌধুরী ও একই থানার লক্ষন্ডা গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস। সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পরীক্ষার্থী হলেন- মাদারীপুরের রাজৈর থানার বাহাদুরপুর গ্রামের জগদীশ বাড়ৈর ছেলে সুদীপ্ত বাড়ৈ।

পরীক্ষার হলে সুদিপ্ত বাড়ৈকে তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী জালিয়াত চক্রের অপর দুই সহযোগী অসিত চৌধুরী ও মিঠুন বিশ্বাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল এ কারাদণ্ডাদেশ দেন। 

আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৭টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশ সম্পূর্ণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন ছুটি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্বমিত্র চাকমাকে শোকজ করল ঢাবি প্রশাসন
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬