নাশকতার মামলায় গ্রেপ্তার ইবি ছাত্র

নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন মীর্জা শাহরিয়ার প্রান্ত নামে ইবির এক শিক্ষার্থী
নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন মীর্জা শাহরিয়ার প্রান্ত নামে ইবির এক শিক্ষার্থী  © প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় নাশকতার মামলায় মীর্জা শাহরিয়ার প্রান্ত (২১) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) উপজেলার জালশুকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তার প্রান্ত শংকরচন্দ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ইবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী গণমাধ্যমকে জানান, নাশকতা মামলায় যোজসাজশ থাকায় ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ১৮ জুলাই নাশকতা সৃষ্টি করতে চুয়াডাঙ্গার কাঠপট্টি এলাকায় সমবেত হন কয়েকজন যুবক। এ সময় অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় প্রান্তকে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: পরিবারের হাল ধরতে ঢাকায় এসেছিলেন, ওষুধ কিনতে গিয়ে গুলিতে নিহত সাব্বির

স্থানীয়রা জানিয়েছেন, কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন ইবি শিক্ষার্থী প্রান্ত। শুক্রবার প্রান্তসহ চারজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। আর নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে প্রান্তকে।


সর্বশেষ সংবাদ