নিয়োগ পরীক্ষায় বন্ধুর প্রক্সি দিতে এসে ধরা, আব্দুর রউফের কারাদণ্ড

মো. আব্দুর রৌফ
মো. আব্দুর রৌফ  © সংগৃহীত

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে বন্ধুর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন এক যুবক। বন্ধুর হয়ে তিনি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে এসেছিলেন।

শুক্রবার (০৩ মে) বেলা ১১টার দিকে নগরীর খুলশী থানার এমইএস কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাগারে যাওয়া মো. আব্দুর রৌফ গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। 
জুয়েল মল্লিক নামে এক বন্ধুর হয়ে প্রক্সি দিতে এসেছিলেন আব্দুর রউফ।

কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলার সময় মো. আব্দুর রৌফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। 

পরে তার প্রবেশপত্র নিরীক্ষণ করে দেখা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, বন্ধুর হয়ে পরীক্ষা দিতে আসায় এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৬০০। উপস্থিতি ছিলেন ৬০ শতাংশের মতো।

 

সর্বশেষ সংবাদ