ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৬ সদস্য

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৬ সদস্য
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৬ সদস্য  © সংগৃহীত

ডাকাতির প্রস্তুতিকালে ‘এসডব্লিউএজি ৪৭’ নামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ফেনী নগরের রামপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেনী সদর উপজেলার সুন্দরপুর এলাকার মাইনুদ্দিনের ছেলে মো. সৈকত (১৭), পাঁচগাছিয়া এলাকার রাজিবের ছেলে মো. আরমান (১৯), মিয়াজী রোডস্থ মৃত স্বপনের ছেলে মো. আসিফ (১৮), বারাই গনি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. বাবু (১৯), সোনাগাজী উপজেলার বাদাদিয়া এলাকার মাইনুদ্দিন মানিকের ছেলে মো. মাহি (২২) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মানিক (১৮)।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। রামপুর পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এ কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্টিলের চাকু ও ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence