ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে বিয়ের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM

© সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুলছাত্রীর বাবা।

জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার হতদরিদ্র হওয়ায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তাদের বাড়িতে ৩ বছর ধরে আসা-যাওয়া করেন। গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে হযরত আলী কৌশলে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান। কিশোরীর পরিবার পরে বিষয়টি জানতে পারেন। ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় ছাত্রীর পরিবার গত ২০ ফেব্রুয়ারি ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে হযরত আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

৭৫ বছর বয়সী হযরত আলী নোটারি পাবলিকের মাধ্যমে বয়স এফিডেভিট করে ওই কিশোরীকে বিয়ে করেছেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যানের বিচার দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ওই কিশোরীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কুবির ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে …
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬