গাড়ি পোড়ানোর মামলায় ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৯ জনের কারাদণ্ড

২২ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
আবদুল কাদের ভূঁইয়া জুয়েল

আবদুল কাদের ভূঁইয়া জুয়েল © ফাইল ফটো

গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৯ জনকে ৩৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত অন্য আট আসামি হলেন, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, পল্টন থানা যুবদলের তৎকালীন নেতা লিওন হোসেন, উত্তম কুমার, ভাসানী জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরিফুল হক ও রুবেল।

আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর পল্টন থানার হোটেল প্লাজার সামনে অতর্কিতভাবে বিএনপির ও ছাত্রশিবির মিছিল করার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ প্রাইভেটকারের আগুন নেভানোর চেষ্টা করলে আসামিরা ইট-পাটকেল ছুড়ে। এছাড়া লোহার রড ও হকিস্ট্রিক নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এসময় পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে রাজউক ভবনের সামনে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদি হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করে। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ১৮ নভেম্বর কাদের ভূঁইয়াসহ নয়জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
রুয়েটে ধীরগতির ইন্টারনেট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
  • ২০ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9