অক্টোবরে সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় দেশে নিহত পাঁচ শতাধিক মানুষ

অক্টোবরে সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় দেশে নিহত পাঁচ শতাধিক মানুষ
অক্টোবরে সড়ক-রেল-নৌ দুর্ঘটনায় দেশে নিহত পাঁচ শতাধিক মানুষ

অক্টোবর মাসে সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪৬৪টি দুর্ঘটনায় ৫০২ জন মানুষ নিহত এবং ৮৩৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

আজ শুক্রবার (৯ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, সড়কে ৪২৯টি  দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত এবং ৬৮১ জন আহত, রেলপথে ২৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত এবং ১৫৫ জন আহত, নৌ-পথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত, ২ জন আহত হয়েছেন এবং ২ জন রয়েছেন নিখোঁজ। 

অক্টোবর মাসের যাত্রী কল্যাণ সমিতির ওই প্রতিবেদনে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৪ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৪১ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। সেখানে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence