আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়ে বধির হওয়ার পথে কলেজছাত্র

আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়ে বধির হওয়ার পথে কলেজছাত্র
আওয়ামী লীগ নেতার চড়-থাপ্পড়ে বধির হওয়ার পথে কলেজছাত্র  © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় বিয়ের জন্য তুলে নিয়ে আওয়ামী লীগের নেতার কার্যালয়ে আটকে মারধরের শিকার কলেজছাত্র ঠিকমতো কানে শুনতে পাচ্ছেন না বলে জানিয়েছেন। তাইজুল ইসলাম নামের ওই শিক্ষার্থীকে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাইজুল ইসলামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে। তাঁর বাবার নাম আবদুল হালিম। রাজশাহী সরকারি সিটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র সে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামার অনুসারীদের মারধরের কারণে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা আছে। তার ডান কানের ওপরে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে ডান কানে কম শুনতে পাচ্ছেন। এই কানের পর্দা ফেটে গেছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন। কয়েক দিন ওষুধ খেয়ে স্বাভাবিক না হলে অস্ত্রোপচার করতে হবে। রামেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক সুব্রত ঘোষ তাকে চিকিৎসা দিয়েছেন।

এ বিষয়ে চিকিৎসক সুব্রত ঘোষ জানান, তাইজুল বলছেন যে কানে কম শুনছেন। পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা যাবে না।

আরও পড়ুন: ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আটক যুবলীগ নেতা বহিষ্কার

তাইজুলের বাবা আবদুল হালিমের অভিযোগ, গত সোমবার দুপুরে পরীক্ষা দিতে অটোরিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন তাইজুল ইসলাম (২১)। কাটাখালী বাজারে আবু সামা তার লোকজন দিয়ে তাইজুলকে অটোরিকশা থেকে জোর করে নামিয়ে কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাইজুলকে আটকে রাখা হয়। আবু সামা ওই সময় তাইজুলকে বলেন, এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে। মেয়েটিকে এখনই বিয়ে করতে হবে। তা না হলে তাকে ছাড়া হবে না। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।

ছেলেকে নির্যাতনের ঘটনায় আবদুল হালিম গত বুধবার রাতে আবু সামাসহ ১২ জনের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। অভিযোগে বলা হয়েছে, কার্যালয়ে আটকে রেখে আবু সামা তার কাছে থাকা পিস্তল ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। তবে এখনো মামলা রেকর্ড না করায় সুবিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় তাইজুলের পরিবার।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ‘থানায় একটা এজাহার পেয়েছি। সেটা প্রাথমিক তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তাইজুলকে নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোমবার আওয়ামী লীগের নেতা আবু সামা বলেছিলেন, তাইজুলকে অটোরিকশা থেকে নামিয়ে আনা হয়নি। রাস্তার ওপরে তাইজুল এক তরুণীর সঙ্গে ঝামেলা করছিলেন। তাই সমাধানের জন্য অফিসে নেওয়া হয়। টাকা চাওয়ার ঘটনাটি ঠিক নয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence