মাজারের সিন্দুক চুরির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিন্দুক চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সিন্দুক চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ  © সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সিফাত পাগলার মাজার থেকে দুইটি সিন্দুক চুরি হয়। এ চুরির অভিযোগে পুলিশ এক বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার একটি মাজারে এ চুরি হয়।

জানা যায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামে সিফাত পাগলার মাজার এ ঘটনা ঘটে। ওই মাজারের দুইটি সিন্দুক (দানবাক্স) চুরি হয় গত শুক্রবার। পরদিন শনিবার দুপুরে মাজারের লোকজন সিন্দুক চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান (৩৫) নামের একজনের ওপর সন্দেহ হলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে চুরির বিষয়টি স্বীকার করে।

তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে তৌফিক রহমান (২৫) নামের আরো এক সহযোগীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি যাওয়া সিন্দুক দুইটি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমান (৩৫) হিন্দা কসবা গ্রামের বাসিন্দা এবং তৌফিক রহমান (২৫) হিন্দা আবাসনের বাসিন্দা ও বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন: ৩৫ আন্দোলনকারীদের সঙ্গে কবির বিন আনোয়ারের বৈঠক আজ 

এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান বলেন, সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সন্দেহভাজন একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্য মতে আরো এক সহযোগীকে আটক করা হয়। পরে টাকাসহ সিন্দুক দুইটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ