ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে শিক্ষকের পদত্যাগ

১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
নবীনগর থানা

নবীনগর থানা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের জেরে অভিযুক্ত শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগের পর আন্দোলনকারী দুই শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। 

পদত্যাগ করা শিক্ষকের নাম মো. সুমন আহম্মেদ। তিনি কালঘড়া হাফেজউল্লাহ উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন হিসেবে চাকরি করতেন।

সুমন আহম্মেদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন  স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সুলতান আহমেদ। 

হামলায় আহত শিক্ষার্থীরা হলেন- লহরী গ্রামের শহিদুল হকের ছেলে এমএ পরীক্ষার্থী ফয়সাল চৌধুরী ও আবদুল সোবহানের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রায়হান। তারা নবীনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনায় আহত ফয়সাল চৌধুরী বাদী হয়ে শিক্ষক সুমনসহ তার ৬ ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ছাত্রীর সঙ্গে শিক্ষক সুমনের অনৈতিক সম্পর্ক ছিল। এই ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীরা তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এই ঘটনার তদন্ত তদন্ত শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈঠকের কথা ছিল। কিন্তু তার আগেই সুমন পদত্যাগ করেন। 

এ বিষয়ে আহত ফয়সাল চৌধুরী ও রায়হান বলেন, ‘আমরা তার বহিষ্কারের আন্দোলন করেছিলাম। এতে সুমন ও তার ভাইরা ক্ষুব্ধ হয়ে আমাদের উপর হামলা চালান।’

অঅভিযোগ অস্বীকার করে শিক্ষক সুমন আহমেদ বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় বিদ্যালয় থেকে পদত্যাগ করেছি।’ 

এ বিষয়ে কালঘড়া হাফিজউল্লা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সুলতান আহমেদ বলেন, ‘যেহেতু তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন সেহেতু আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’ 

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর সশ্রম কারাদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থীকে শাবিপ্রবিতে অবাঞ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘ডিগ্রি আমাদের সুযোগ দেয়, কিন্তু শিক্ষা দায়িত্ববোধ শেখায়’
  • ১৯ জানুয়ারি ২০২৬
শারীরিক শিক্ষা কেন্দ্র নিয়ে যে অনুরোধ জানালো ঢাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ারম্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনকালীন সব চাকরির পরীক্ষা স্থগিতের দাবি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9