শিক্ষকের বিরুদ্ধে ৮ মাসের অন্তঃসত্ত্বা পরীক্ষার্থীকে পিটিয়ে আহতের অভিযোগ 

অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয় ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয় ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে পরীক্ষার হলে ৮ মাসের অন্তঃসত্ত্বা ফারজানা বেগম নামে এক কলেজছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে  প্রভাষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ ‍সেপ্টেম্বর) ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষার দিন উপজেলার চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের এক নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আনোয়ার হোসেন অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক।

আহত পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ঐ দিন সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।

আহত পরীক্ষার্থী ফারজানা বেগম চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। 

হাসপাতালে চিকিৎসাধীন আহত ফারজানা বেগম জানান, কক্ষ পরিদর্শক আনোয়ার হোসেন এক মেয়ে পরীক্ষার্থীর পিঠে হাত দিয়ে স্পর্শ করেন। এ সময় তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন পরীক্ষা কক্ষের ভেতরেই অন্য এক পরিক্ষার্থীর স্টিলের স্কেল দিয়ে তাকে বেধড়ক মারধর করেন এবং বাকি পরীক্ষাগুলোতে দেখে নেওয়ার হুমকি দেন। খবর পেয়ে অন্য শিক্ষকরা এসে অভিযুক্ত শিক্ষককে নিবৃত্ত করেন এবং তাকে উদ্ধার করেন।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন জানান, ঐ শিক্ষার্থীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা কলেজের পক্ষ থেকে সমঝোতা করা হয়েছে।

ওই কেন্দ্রের সচিব একে এম শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান জানিয়েছেন, ঘটনা তদন্তে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ