ফের যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

২৫ জুলাই ২০২৩, ১২:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদ আবুল হাশিম

মোহাম্মদ আবুল হাশিম © ফাইল ছবি

গত ১৯ জুলাই মিজৌরি স্টেটেরে সেন্ট লুেইসে একটি দোকানে কর্মরত অবস্থায় ইয়াজউদদ্নি আহমদ (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়। এবার এ হত্যাকণ্ডের ৫ দিনের মাথায় আরও এক বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রবিবার (২৩) জুলাই সকালে মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরিজোনা স্টেটের ফিনিক্স সিটির অদূরে কারগ্রান্দে এলাকায় নিজ গ্রোসারি শপে কাজ করছিলেন।

আবুল হাসিমের ঘাতককে গ্রেফতারের সংবাদ পাওয়া গেলেও ইয়াজউদ্দিনের ঘাতক এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার ঘটেছে। 

গতকাল সোমবার (২৪ জুলাই) আরিজোনাস্থ বাংলাদেশি কমিউনিটি নেতা মাহাবুব রেজা জানান, রবিবার সকাল সোয়া ৭টায় বন্দুকধারি দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবুল হাশিম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ডাকাতদের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

জান গেছে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দোকানে আবুল হাশিমের নিথর দেহ পড়ে থাকতে দেখে। গুলিবিদ্ধ হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায় ডাকাতির উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। ঘটনার তিন ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক কৃষ্ণাঙ্গকে আটক করেছে পুুলিশ। নিহত আবুল হাশিমের ৬ বয়সী এক পুত্র এবং দুই বছরের এক কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন।

এদিকে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসউদ্দিন আহমদের পুত্র উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। লেখাপড়ার খরচ চালাতে খণ্ডকালীন মিজৌরি স্টেটের সেন্ট লুইসে একটি দোকানে কাজ করতেন। কিন্তু দুর্বৃত্তদের গলিতে উচ্চ শিক্ষা শেষ না করে লাশ হয়ে ফিরতে হল তাকে।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬