প্রেমিক যুগলকে লক্ষ্য করে ‘শিস’, যুবককে পিটিয়ে হত্যা

২৩ জুন ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
যুবককে পিটিয়ে হত্যার পর হাসপাতালে নেওয়া হয়, সেখানে উৎসুক জনতার ভিড়

যুবককে পিটিয়ে হত্যার পর হাসপাতালে নেওয়া হয়, সেখানে উৎসুক জনতার ভিড় © সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে প্রেমিক যুগলকে লক্ষ্য করে শিস দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে পৌরসভার স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

নিহত শরিফুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নে। তিনি পেশায় একজন সিএনজিচালক। পীরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শরিফুল ইসলামের খালার বাড়ি পীরগঞ্জে। চার বন্ধুসহ তিনি ওই এলাকায় ঘুরতে আসেন। স্লুইস গেটে আড্ডা দেওয়ার একপর্যায়ে পাশে থাকা প্রেমিক-প্রেমিকার উদ্দেশ্যে শিস দেওয়ার ঘটনা ঘটে। এ শিস দেওয়াকে কেন্দ্র করে প্রেমিক মোবাইলে তার বন্ধু ও সহযোগীদের ডেকে আনেন। 

এরপর কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে শরিফুল ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়—যুক্ত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আনোয়ারুল ইসলাম বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তারা ঠিক কিশোর গ্যাং নয়। উঠতি বয়সের ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের আমরা শনাক্ত করেছি। এ ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬