ছাত্রলীগ কর্মীকে এলোপাতাড়ি গুলি—চিকিৎসক বললেন, মারা গেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
পাবনার ঈশ্বরদীতে অতর্কিত হামলা ও এলোপাতাড়ি গুলিতে তাফসির আহমেদ মনা (২৪) নামে ছাত্রলীগের এক কর্মীকে প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মন্ত্রীর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত তাফসির উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকা রাস্তা মোড়ের তাইজুর রহমান তুহিনের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, তাফসির মন্ত্রীর মোড়ে দোকানে বসেছিলেন। হঠাৎ কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও মরদেহ পাঠানো রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।