নিজ ক্যাম্পাসে বখাটের হাতে লাঞ্চিত কলেজ উপাধ্যক্ষ

০১ এপ্রিল ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তরা

সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তরা © সম্পাদিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বখাটের হাতে উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামীকে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কলেজের কান্দিরপাড় উচ্চমাধ্যমিক শাখায় এই ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেছে কলেজ প্রশাসন।

ঘটনার বিষয়ে কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইউনুস মিয়া বলেন, রমজান মাসে কলেজ বন্ধ থাকার পরও উচ্চমাধ্যমিক শাখার দশতলা ভবনের এক কোণায় দুজন যুবক-যুবতীকে দেখতে পেয়ে ক্যাম্পাস থেকে বের হতে বলেন কর্মচারীরা। সেসময় তারা বের না হয়ে উল্টো কর্মচারীদের মারতে উদ্যত হন। কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিক উপাধ্যক্ষকে জানান। তারপর উপাধ্যক্ষ গিয়ে তাদেরকে কলেজ ত্যাগ করার কথা বললে বখাটে যুবক স্যারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। স্যারকেও মারতে উদ্যত হয়।এমনকি সেই ছেলেটি নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে স্যারের সাথে খারাপ আচরণ করে।

নিজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এমন ঘটনার বিষয়ে ভিক্টোরিয়া সরকারি কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর সাথে সাথে আমরা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি অবহিত করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্ত ছেলে-মেয়ের ভিডিও ফুটেজও সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাকচী বলেন, বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষকে লাঞ্চিত করার বিষয়টি মৌখিকভাবে জানানোর সাথে সাথে কলেজ ক্যাম্পাসে পুলিশ গিয়েছে। অভিযুক্ত ছেলে-মেয়ে পুলিশ যাওয়ার আগেই চলে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি অভিযুক্ত ছেলের নাম রিপন। বাড়ি উত্তর চর্থা তেইলাপুকুরপাড়। তবে এবিষয়ে কলেজ প্রশাসন লিখিত কোন অভিযোগ করেনি বরেও জানান তিনি।

‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬
সৌদিতে কর্মরত রোহিঙ্গারা পাসপোর্ট পেলেও নাগরিক নন: পররাষ্ট্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার পেছনে একজনের হাতে টাকা তুলে দেয়া ব্যক্তি ইউনি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬