দু’পক্ষের মারামারি ও কোপে আহত ছাত্রলীগের ছয় নেতাকর্মী

৩১ মার্চ ২০২৩, ০৮:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
অস্ত্রের কোপে আহত এক ছাত্রলীগ কর্মী

অস্ত্রের কোপে আহত এক ছাত্রলীগ কর্মী © সংগৃহীত

সরকারি বরিশাল কলেজে দু’পক্ষের মধ্যে মারামারি ও কোপাকুপির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কলেজের অদূরে কবি জীবনানন্দ দাশ সড়কে এ ঘটনা ঘটে। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও তারা অস্বীকার করেছে। 

মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান। তিনি বলেন, এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দা-সহ একজনকে আটক করেছে। অন্যদের আটকে অভিযান চলছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, মারধরে আহত চারজন ও কোপে জখম দু’জনকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল ও ইমন। রিশাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের। বাকিরা ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বলে জানা গেছে। রিশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নিতে বলা হয়েছে। 

আহতদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে হামলা চালায় তার অনুসারীরা।

তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ঘটনার সময় ছাত্রদলের কাউকে দেখা যায়নি। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীদের ওপর মহানগরের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার অনুসারীরা এ হামলা চালিয়েছে। 

একই দাবি করেছেন ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু। তিনি বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কোপাকুপি হয়েছে। এত ছাত্রদল জড়িত না। তাকে ফাঁসাতে নাম ব্যবহার করা হচ্ছে। হামলাকারী আটক হলেই স্পষ্ট হয়ে যাবে ছাত্রদল নয় ছাত্রলীগই কুপিয়েছে।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬