কোমরে পিস্তল গুঁজে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল!

২৫ মার্চ ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM

© সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন, ‘দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাগ্নের জন্য খেলনা পিস্তলটি কিনেছিলাম। একটু শখ করে খেলনা পিস্তলটি কোমরে গুঁজে ছবি তুলে আপলোড করেছি। পরে বিভিন্ন জন কমেন্ট করে। আসলে এটা আমার ঠিক হয়নি। ভুল হয়েছে। পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।

আরও পড়ুন: ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক: আ স ম আবদুর রব

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে সে জানায় কাটাগড় মেলা থেকে ভাগ্নের জন্য একটা প্লাস্টিকের খেলনা পিস্তল কিনেছে। সেই পিস্তলের ছবিসহ শখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, খেলনা পিস্তল হোক আর যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু প্রকাশ করা ঠিক নয়। এটা তার ব্যক্তিগত বিষয়। এর দ্বায়ভার সংগঠন বহন করবে না। 

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬