শিক্ষার্থীদের মারামারির ছবি তোলায় সাংবাদিক পেটাল পুলিশ

রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে পুলিশ।
রাজধানীর ধানমন্ডি কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে পুলিশ।  © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় কয়েকজন ছাত্রকে আটকের ছবি তুলতে যাওয়ায় এক সাংবাদিককে মারধোর করেছে পুলিশ। ডিলিট করে দেওয়া হয় তার ফোনে ধারণ করা ভিডিও।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধানমন্ডি-৪ নম্বরের পিবিআই হেডকোয়োর্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটেছে। তবে এবিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, তিনি এমন কোনো ঘটনা শোনেনি। 

ভুক্তভোগী সাংবাদিক হলেন—অনলাইন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান। 

আরও পড়ুন: নিজ বাসায় মিলল কলেজছাত্রীর গলাকাটা লাশ

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানান, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন কাভার করতে যাচ্ছিলেন খলিল। ওই সময় পুলিশ কয়েকজন ছাত্রকে মারধর করে গাড়িতে তুলতে দেখে খলিল ভিডিও ও ছবি ধারণের চেষ্টা করলে একজন পুলিশ সদস্য কলার ধরে খলিলের আইডি কার্ড ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও ওই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাকে গাড়িতে তোলেন। তখন আমি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ইনামুল হক রুপম ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা দিয়ে খলিলকে আটক করার  কারণ জানতে চাই। একপর্যায়ে পুলিশ সদস্যরা খলিলকে ছেড়ে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যান।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খলিল জানান, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্র ধরে কিছু ছাত্র দৌড়াচ্ছিলেন। ওই সময় কিছু ছাত্রকে মারধর করে গাড়িতে তুলছিল পুলিশ। ছাত্রদের মারধর করে গাড়িতে তোলার দৃশ্য দেখে তিনি ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন‌‌। তবে কয়েকজন পুলিশ সদস্য তাকে বাধা দিয়ে মারধর করে এবং আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence