আইডি কার্ডে ১১ বছর বয়স কমিয়ে প্রাথমিকে চাকরি

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
দু’টি পরিচয়পত্র বানিয়ে চাকরি নিয়েছেন দেবর-ভাবি

দু’টি পরিচয়পত্র বানিয়ে চাকরি নিয়েছেন দেবর-ভাবি © প্রতীকী ছবি

মাদারীপুরে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বয়স কমিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার দেবরের বিরুদ্ধে। তারা চাকরিতে বহাল থাকলেও পরিচয়পত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, রাজৈর উপজেলার লাভলী বেগমের প্রথমে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ দেয়া হয় ১৯৭০ সালের ১ মে। পরে আরেকটি পরিচয়পত্র তৈরি করেন। এতে ১৪ বছর কমিয়ে জন্ম সাল দেন ১৯৮৪। এরপর বেগম কবিরাজপুর সরকারি হাসপাতালে চাকরি নেন আয়া হিসেবে।

দেবর আনোয়ার হাওলাদারও দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। বয়স কমিয়েছেন প্রায় ১১ বছর। চাকরি নিয়েছেন কবিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দেবর-ভাবি এভাবে বয়স কমিয়ে সরকারি চাকরি করছেন দীর্ঘদিন।ইউপি নির্বাচনের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। একই ব্যক্তির দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক-কর্মচারী বদলির নির্দেশিকা প্রকাশ

তবে অভিযুক্তদের দাবি, তাদের দুইজনের পরিচয়পত্র হারিয়ে গেছে। হালনাগাদে উপযুক্ত প্রমাণ দিয়েই নতুন পরিচয়পত্র করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন গণমাধ্যমকে বলেন, এভাবে পরিচয়পত্র করার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বলেন, বয়স কমিয়ে অতিরিক্ত পরিচয়পত্র বানালে বাতিল করা হবে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬