ফারদিন হত্যা

ডিবির আলামত দেখে যা জানাল বুয়েট শিক্ষার্থীরা

সাংবাদিকদের সাথে কথা বলছেন বুয়েট শিক্ষার্থীরা
সাংবাদিকদের সাথে কথা বলছেন বুয়েট শিক্ষার্থীরা  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে ডিবি। এজন্য কিছু আলামতও সংগ্রহ করেছে সংস্থাটি। এই আলামতগুলো দেখতে সকালে ডিবি কার্যালয়ে যায় বুয়েটের একদল শিক্ষার্থী।

আলামত দেখা শেষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের পর গণমাধ্যমের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। তারা জানান, ডিবি যে আলামতগুলো আমাদের দেখিয়েছে সেগুলো ঠিকই আছে। তবে কিছু বিষয়ে গ্যাপ আছে।

শিক্ষার্থীরা বলেন, লেগুনাচালক নাকি বলেছেন, ফারদিনের সঙ্গে আরেকজন ছিলেন। তাহলে আরেকজন কে ছিলেন? এ বিষয়টি ক্লিয়ার না। এছাড়া বাকি প্রমাণাদি মোটামুটি ডিবি কংক্রিট দেখিয়েছে। ডিবির কাজের ধরন দেখে আমরা মোটামুটি সন্তুষ্ট।

আত্মহত্যার বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন কি না- জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আত্মহত্যার বিষয়টি তারা সেভাবে ইনফরমেশন দেখায়নি। ভবিষ্যতে এই জায়গাতে (আত্মহত্যা) ডিবির কাজ করতে পারে। ডিবিও বলেছে তারা আত্মহত্যার মোটিভ নিয়ে কাজ করবে।  শিক্ষার্থীদের পরবর্তী কার্যক্রম কী হবে- এমন প্রশ্নের জবাবে ফারদিনের সহপাঠীরা বলেন, আমরা বুয়েটে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে মিডিয়াকে জানিয়ে দেবো।


সর্বশেষ সংবাদ