বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা না পেয়ে বড় ভাইকে হত্যা

  © সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে বড় ভাইকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন নিহতের ছোটভাই। আজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

গত শনিবার মানিকছড়িতে সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ ঘরে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ পাওয়া যায়। পরদিন রোববার সাজ্জাদ হোসেনের ছোটভাই মো. মোস্তাফিজুর রহমানকে (১৯) পুলিশ আটক করে।

পুলিশ সুপার নাইমুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, নিহতের ছোটভাই মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বড়ভাই সাজ্জাদের কাছে টাকা চাইলে সাজ্জাদ দেননি। এতে মোস্তাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে ভাইকে হত্যার পরিকল্পনা করেন।

মোস্তাফিজুরের স্বীকারোক্তির বরাতে এসপি নাইমুল বলেন, ঘটনার রাতে ঘরে থাকা আত্মীয় আবু বকর ও প্রতিবেশী অটোরিকশাচালক ফারুক হোসেন দোকানে গেলে মোস্তাফিজুর ধারালো দা ও হাতুড়ি দিয়ে পিছন থেকে ভাইকে আক্রমণ করেন। পরে গলাকেটে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর ব্যবহৃত দা, হাতুড়ি ও রক্তমাখা জামাকাপড় লুকিয়ে ফেলেন বলে পুলিশকে জানান। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে দা, হাতুড়ি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে এসপি মো. নাইমুল হক জানান।


সর্বশেষ সংবাদ