ব্যস্ত সড়কে কুকুরের দৌড়, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

০৬ ডিসেম্বর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল © সংগৃহীত

দিনাজপুরের কাহারোলের ব্যস্ত সড়কে একটি কুকুরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরসাইকেল চালক এবং তার সঙ্গে থাকা আরেক আরোহীর।

নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদ আলীর ছেলে শাহীন মিয়া (৪০) ও একই উপজেলার শহীদ সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে শহীদ (৩৮)।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহারোল উপজেলার তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কুকুরটিও মারা গেছে।

পুলিশ জানায়, সৈয়দপুর থেকে মোটরসাইকেলযোগে বীরগঞ্জে যাচ্ছিলেন শাহীন ও শহীদ।। পথিমধ্যে তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে হঠাৎ করেই রাস্তা পার হতে দৌড় দেয় একটি কুকুর। এ সময় মোটরসাইকেলটি কুকুরটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ বিষয়ে দিনাজপুর দশমাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ও নিহতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে : নাহিদ ইসলাম
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬