রাজধানীতে রেললাইন থেকে অন্যকে সরিয়ে নিজের প্রাণ হারাল স্কুলছাত্র

২৭ অক্টোবর ২০২২, ১২:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে স্কুলছাত্র

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে স্কুলছাত্র © ফাইল ছবি

রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয়ে জুনায়েদ বুগদাদী (১২) নামে এক স্কুলছাত্রে প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা সোয়া ১১টার দিকে মৃত্যু হয়।

জুনায়েদ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে জুনায়েদ। পরিবারের সঙ্গে রাজধানীর তেজগাঁও পূর্ব নাখালপাড়ার থাকতো। বাবা আতাউর কাপড় বিক্রেতা। দুই ভাই এক বোনের মধ্যে বড় সে।

জুনায়েদের ফুফু আমেনা আক্তার জানান, জুনায়েদ নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে। এর ৫ মিনিট পরই খবর পান ট্রেনের ধাক্কায় আহত হয়েছে জুনায়েদ। সেখান থেকে তাকে উদ্ধার করে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা চাকরি পাচ্ছে কুবিতে

তিনি জানান, অবস্থার অবনতি দেখে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছে শুনতে পেরেছেন, ট্রেন আসার সময় ছেলেটি রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। তখন জুনায়েদ টান দিয়ে সরিয়ে দেয়। তখনই ট্রেনের ধাক্কায় সে নিজে আহত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহমর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা  পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। কমলাপুর রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) ফেরদাউস আহ‌ম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬