ফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প  © ফাইল ছবি

২৪ ঘণ্টা পার হতে নাতেই আবারও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে খুন হয়েছে দুই রোহিঙ্গা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে গুলি করে দুই রোহিঙ্গাকে খুন করা হয়।

এরা হলেন, এই ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) ও মো. কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

এপিবিএন জানায়, ভোরে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে ওই দুই রোহিঙ্গাকে ক্ষত-বিক্ষত করে। ঘটনাস্থলে ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বিএনপির কমিটিতে থাকা দুই শিক্ষক বরখাস্ত

১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগের দিন বুধবার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. জসিম নামের এক রোহিঙ্গা সশস্ত্র একদল মুখোশধারীর হাতে নিহত হন, অপর রোহিঙ্গা সালাম মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রথমে তার মৃত্যুর খবর চাউর হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ সংবাদ