মঈন আলি © সংগৃহীত
বাংলাদেশের উইকেট নিয়ে বিদেশি ক্রিকেটারদের অভিযোগ নতুন কিছুই নয়। তবে এবার বেশ ভিন্ন চরিত্রই দেখাচ্ছে সিলেটের উইকেট। টানা দুই সপ্তাহ ধরে একই ভেন্যুতে ম্যাচ হলেও উইকেটের মান ও পারফরম্যান্স বেশ ধারাবাহিক। এতে মুগ্ধ হয়ে মাঠকর্মীদের প্রশংসা করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
শনিবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘আমার মনে হয়, সাধারণভাবে টুর্নামেন্ট যখন আপনি খেলেন, তখন এক জায়গায় এত বেশি ম্যাচ খেলেন না। কিন্তু সিলেটে এবার অনেক ম্যাচ হয়েছে। এ বছর তো স্পষ্টতই সব ম্যাচ এখানেই হয়েছে। তাই আমি মনে করি, একই মাঠে এতগুলো ম্যাচ হওয়া সত্ত্বেও উইকেট বা উইকেটগুলো খুব ভালো ছিল।’
মঈনের দাবি, এখনও ১৫০-১৬০ রান হচ্ছে, যা টি-টোয়েন্টিত্র ভালো স্কোর।
তার ভাষ্যমতে, ‘সাধারণত এমন টানা ম্যাচ হলে উইকেট খুব খারাপ হয়ে যায়, কিন্তু এখানেও ১৬০, ১৫০ রান হচ্ছে, যা সাধারণভাবে বেশ ভালো স্কোর। তাই আমি মনে করি তারা অসাধারণ কাজ করেছে। এত ম্যাচের পরও উইকেটগুলো যেভাবে ভালো রেখেছে, আমি মনে করি না এগুলো খারাপ উইকেট। এগুলো এখনও খুব ভালো, বা অন্তত যথেষ্ট ভালো।’
সংবাদ সম্মেলনে মাঠকর্মীদের কঠোর পরিশ্রমের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। তার মতে, এমন পরিস্থিতিতে উইকেটের মান ধরে রাখা সহজ কাজ নয়।
মাঠকর্মীদের প্রশংসায় মঈন বলেন, ‘সত্যি বলতে গ্রাউন্ডসম্যান অসাধারণ কাজ করেছেন, কারণ এটা সহজ নয়। আমাদের চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, চট্টগ্রাম থেকে ঢাকায়। কিন্তু এখন পর্যন্ত সব ম্যাচ এখানে সরিয়ে আনা হয়েছে, আর এটা করা সহজ নয়। তারা দারুণ কাজ করেছেন।’