বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে যা বললেন সাইফউদ্দিন

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ PM
মোহাম্মদ সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে ইতোমধ্যেই বিষয়টি জানিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ যেখানেই হোক, নিজেরা প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সাইফউদ্দিন বলেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। বেশ কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছি। মানিয়ে নিতে সুবিধা হবে আশা করি তবুও। ভারতে বা শ্রীলঙ্কায় হোক আমরা প্রস্তুত। সবাই মুখিয়ে আছি খেলার জন্য। যেখানেই খেলা হোক।’

নিজের ব্যাপারে সাইফউদ্দিন বলেন, ‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’

এই অলরাউন্ডার আরও বলেন, ‘বিশ্বকাপের এখনও এক মাস বাকি আছে। সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে আশানুরূপ পারফর্ম করতে পারছি না। কীভাবে ঘুরে দাঁড়াব, ৩-৪ বা টপে আসব এসব নিয়েই কথা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ খেলেছি, তারাই বিশ্বকাপ দলে আছে। সবাই একে অপরকে জানি।’

সতীর্থ মুস্তাফিজকে নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ আমাদের সম্পদ। ওর সতীর্থ হতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচ রংপুরের বিপক্ষে খেলেছি, খেলা শেষে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না। ও মনে হয় রিলাক্স। ও সবসময় যেমন গান শুনে, রিল্যাক্স থাকে। ওরকমই মনে হয়েছে। সে রিল্যাক্সে আছে, আমরা এত চিন্তা করে লাভ কী? আমরাও রিল্যাক্স!’ 

শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
  • ২৯ জানুয়ারি ২০২৬