বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত
বর্তমানে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই অবশ্য ২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় অপেক্ষা করছে বাংলাদেশের নারী ও পুরুষ দলের জন্য। এ বছর দু’দলের জন্যই টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ রয়েছে, পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক সিরিজও থাকছে।
ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট ৮ মার্চ পর্যন্ত চলবে। ‘সি’ গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে টাইগাররা। অন্যদিকে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। তবে তার আগে জানুয়ারি–ফেব্রুয়ারিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
এদিকে বিশ্বকাপের বাইরে পুরুষ দলের জন্য এখন পর্যন্ত ৯টি দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে। নারী দলের ক্ষেত্রেও বিশ্বকাপ বাছাই বাদে ৩টি দ্বিপাক্ষিক সিরিজ আছে। পুরো বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি তাই বেশ ব্যস্তই হতে যাচ্ছে।
একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের খেলার সূচি...
পুরুষ ক্রিকেট:
বাংলাদেশের বিশ্বকাপ সূচি:
৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই
পাকিস্তানের বাংলাদেশ সফর: মার্চ-এপ্রিল (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর: এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর: জুন (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর: জুলাই (২ টেস্ট, ৫ ওয়ানডে)
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর: আগস্ট (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর: আগস্ট (২ টেস্ট)
ভারতের বাংলাদেশ সফর: সেপ্টেম্বর (৩ ওয়ানডে)
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর: অক্টোবর-নভেম্বর (২ টেস্ট)
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে)
নারী ক্রিকেট:
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব: জানুয়ারি-ফেব্রুয়ারি
টি-টোয়েন্টি বিশ্বকাপ: জুন-জুলাই
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর: এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর: অক্টোবর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর: ডিসেম্বর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)