চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল আফগানিস্তান

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ PM
রশিদ খান ও গুলবাদিন নায়েব

রশিদ খান ও গুলবাদিন নায়েব © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে লেগ স্পিনার রশিদ খানকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বুধবার (৩১ ডিসেম্বর) ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও এই একই দল খেলবে।

গত অক্টোবরে বাংলাদেশ সফরে জায়গা না পাওয়া পেসার ফজলহক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। পাশাপাশি অফ স্পিনার মুজিব উর রেহমান ও পেসার নাভিন-উল-হককেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুজিবকে মূল স্কোয়াডে রাখায় আরেক স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের জায়গা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। সেখানে তার সঙ্গে আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক আহমদ শাহ সুলাইমানখিল বলেন, গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়, তার ফেরায় দল আত্মবিশ্বাস পাবে। নাভিন-উল-হকের ফেরাও আমাদের পেস আক্রমণকে ধারালো করবে। গজানফরকে মূল দলের বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল, তবে মুজিবের জন্য তাকে জায়গা ছাড়তে হয়েছে।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আবদুল্লাহ আহমদজাই, সিদ্দিকুল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ, নাভিন-উল-হক, মোহাম্মদ ইশাক, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দরবেশ রাসুলি ও ইব্রাহিম জাদরান।

অতিরিক্ত: এএম গজানফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরীফি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। চেন্নাইয়ে ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে রশিদ খানের দল।

নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ, বাংলাদেশকে ভারতেই খেলতে বলল আইস…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ আজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ভারতে খেলবে না বাংলাদেশ, যেসব পদক্ষেপ নিতে পারে আইসিসি
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫ ঘন্টা পর ফের ভোট গণনা শুরু, যে প্রক্রিয়ায় হবে গণনা
  • ০৭ জানুয়ারি ২০২৬