বিপিএল ইতিহাসে যত হ্যাটট্রিক
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ PM
বিপিএলে এখন মাত্র দু'দিন পার হয়েছে, মোটে ৪টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যেই এবারের আসরের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়ে গেলেন দর্শকরা। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আলোচনায় আসেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা।
এদিন ১৮তম ওভারে খেলা পুরোপুরি ঘুরিয়ে দেন মেহেদী হাসান রানা। ওভারের শেষ তিন বলে মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে আউট করে বিপিএলে প্রথম হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। নিজের হ্যাটট্রিকে নোয়াখালীকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন রানা। তবে শেষ ওভারের চরম নাটকীয়তায় সেই স্বপ্ন ভেঙে যায়। শেষ পর্যন্ত ১ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
রানার এই হ্যাটট্রিকটি বিপিএলের ইতিহাসে নবম। নবম বোলার হিসেবেই এই কীর্তি গড়েন তিনি। বিপিএলের ইতিহাসে এখনো কেউ একাধিকবার হ্যাটট্রিকের স্বাদ পাননি।
আর স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মোট হ্যাটট্রিক সংখ্যা ৮টি, যা ৭ জনের হাত ধরে এসেছে। এর মধ্যে একমাত্র আল-আমিন হোসেনই দু'বার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন।
বিপিএলে যত হ্যাটট্রিক:
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫-২৬)