আইপিএল নিলামে মোস্তাফিজের দাম নিয়ে মাশরাফির পোস্ট

১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ PM
মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান

মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন মুস্তাফিজুর রহমান। আর তার এই রেকর্ডমূল্যকে স্বাভাবিক বলেই দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মোস্তাফিজের এমন দামে বিক্রি হওয়ায় বিস্ময়ের কিছু দেখছেন না দেশের সফলতম অধিনায়ক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্কে বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারের স্বীকৃতি পান বাঁহাতি এই পেসার।

এর আগে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ মূল্য ছিল সাকিব আল হাসানের। ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাশরাফী নিজেও ২০০৯ সালে কলকাতার হয়ে খেলেছিলেন; সে সময় তাকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছিল ৬ লাখ মার্কিন ডলার, যা তখনকার বিনিময়মূল্যে প্রায় তিন কোটি রুপির কাছাকাছি।

দীর্ঘ আইপিএল ক্যারিয়ার থাকা সত্ত্বেও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি মোস্তাফিজ। তবে এবারের নিলামে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহে দ্রুত বাড়তে থাকে তার দাম, শেষ পর্যন্ত রেকর্ড গড়েই থামে দর।

মোস্তাফিজকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ফেসবুক পোস্টে সাবেক এই পেসার লেখেন,‘মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান ফর্ম বিবেচনায় এতে অবাক হওয়ার কিছু নেই। ইনশা-আল্লাহ, সে দারুণ কিছু করবে।’

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও মোস্তাফিজের পক্ষে কথা বলছে। জাতীয় দলের বাইরে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতেও নিয়মিত সফল তিনি। চলমান টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই পেসার।

কলকাতা নাইট রাইডার্সে খেলতে যাওয়া মোস্তাফিজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার, যিনি এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপাবেন। এর আগে মাশরাফী, সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতার হয়ে খেলেছেন। আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি—আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ২০১৬ সালে অভিষেক আসরেই হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সেই শুরু থেকে এখনো ‘কাটার মাস্টার’ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থার নাম হয়ে আছেন।

সিলেটে নেই তাসকিন, নেপথ্যে কী?
  • ১২ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ লুক্সেমবার্গে, আ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ
  • ১২ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমন করতে না পারা সরকারের ব্যর্থত…
  • ১২ জানুয়ারি ২০২৬
খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে…
  • ১২ জানুয়ারি ২০২৬
মাঝপথেই বিপিএল ছাড়তে চেয়েছিলেন গুরবাজ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9