বিপিএলে ভালো করেই টি-টোয়েন্টি দলে ফিরতে চান শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফরম্যান্সের মাধ্যমেই টি-টোয়েন্টি দলে ফেরার লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়মিত টি-টোয়েন্টি দলে না থাকা এই ব্যাটার মনে করেন, সংক্ষিপ্ত সংস্করণে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে ম্যাচে প্রভাব রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্ব দিতে যাচ্ছেন শান্ত। আসন্ন আসরকে নিজের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখছেন তিনি। টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, “আমি যদি বিপিএলে ভালো করি, তাহলে কেন নয়? বিপিএল আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে পারফর্ম করতে পারলে একটা শক্ত বার্তা দেওয়া সম্ভব।”

তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচক ও কোচিং স্টাফদের হাতে থাকলেও নিজের দায়িত্ব পরিষ্কারভাবে জানেন তিনি। “আমার কাজ ভালো ক্রিকেট খেলা। সেটা করতে পারলে এবং তারা যদি মনে করেন আমি সক্ষম, তাহলে আমাকে দলে নেবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কত রান করলাম সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারলাম। প্রতিবার ব্যাট করতে নামলেই আমার লক্ষ্য থাকে ইনিংসে প্রভাব রাখা।”

টেস্ট অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়েও কথা বলেন শান্ত। তার নেতৃত্বে ২০২৫ সালে বাংলাদেশ ছয়টি টেস্ট ম্যাচ খেলেছে—যার মধ্যে চারটি জয়, একটি ড্র ও একটি হার। আগামী বছর ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের।

২০২৬ সালে বাংলাদেশ অন্তত ১২টি টেস্ট ম্যাচ খেলবে, যার মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরও রয়েছে। বিষয়টি নিয়ে শান্ত বলেন, “এ বছরটা মোটামুটি ভালোই গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে সামনে অনেক ম্যাচ আছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমরা সব সময় বেশি বেশি ম্যাচ খেলতে চাই।”

তিনি আরও যোগ করেন, “অনেক ম্যাচ খেলার সুযোগ পাওয়া আনন্দের বিষয়। পরিকল্পনা ধীরে ধীরে শুরু হয়েছে। বিপিএল শেষ হওয়ার পর আমাদের পরিকল্পনা আরও পরিষ্কার হবে।”

বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটারদের কল্যাণ সমিতি অব বাংলাদেশের (কোয়াব) অল-স্টার ম্যাচের প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন নাজমুল হোসেন শান্ত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence