চট্টগ্রাম রয়্যালস নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিসিবি

লোগো
লোগো  © সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে, এর আগেই চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে চলেছে নানা গুঞ্জন। পরিস্থিতি আরও জটিল হয়, যখন ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতে দল থেকে সরে দাঁড়ান। 

এরপরই নানা ধরনের আলোচনা–সমালোচনা জোরালো হয়, বিসিবি কর্তাদের বরাতেও গণমাধ্যমে ছড়াতে থাকে বিভিন্ন তথ্য। অবশেষে সোমবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজি।

দলটি জানায়, চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।

মূলত প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্যই ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এবং ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেওয়া বাধ্যতামূলক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে নিলামের আগে দুই দল এই শর্ত পূরণ না করার বিষয়টি প্রকাশ করেছিলেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। যদিও কোনো দলের নাম প্রকাশ করেননি তিনি। শুধু জানন, বাকি চারটি দল পুরো অর্থ পরিশোধ করেছে। পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাওনা টাকার প্রসঙ্গে চট্টগ্রাম রয়্যালসের নামই বেশি ঘুরে বেড়াচ্ছিল। এবার বিষয়টির ব্যাখ্যা দিলো দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সব আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে চট্টগ্রাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। এই ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ।

উল্লেখ্য, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। একইদিনে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও মুখোমুখি হবে। 

যেখানে সিলেটে এবারের আসর শুরু হয়ে চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এ ছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

একনজরে চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড : শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফুজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, সালমান হোসাইন ইমন, জাহিদউজ্জামান খান, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence