শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে ছক্কার কিং হলেন রোহিত শর্মা

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি
রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি  © টিডিসি সম্পাদিত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। রবিবার (৩০ নভেম্বর) রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন পাকিস্তানের শহীদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন তিনি। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত। যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল।

২০১০ সালে সনাৎ জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড গেল রোহিতের কাছে।

উল্লেখ্য, ২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি।


সর্বশেষ সংবাদ