শুরুর ধাক্কার পর শান্তর ফিফটিতে ছুটছে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:০২ PM
সিলেট টেস্ট প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তুলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৪ উইকেটে ৪৪৭ রান তুলে লাঞ্চে গিয়েছে স্বাগতিকরা। এতে টাইগাররা এগিয়ে ১৬১ রানে।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দিন শুরুর কিছুক্ষণ পরই ফেরেন দুজন। ১৬৯ রান নিয়ে দিন শুরু করা জয় ১৭১ রানে থামেন। ঠিক এক ওভার পরই ১৩২ বলে ৮২ রান করা মুমিনুলকেও ফেরান ব্যারি ম্যাককার্থি।
আরও পড়ুন : রাতে নেপালে বিপক্ষে মাঠে নামছে হামজারা
এরপর চারে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালান নাজমুল হোসেন শান্ত। অবশ্য পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিম ৫২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। তবে শান্ত তুলে নেন নিজের ফিফটি এবং লিটন দাসকে সঙ্গে নিয়ে কাটিয়ে দেন বাকি সেশন।
১১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭। লিটন ২৪ বলে ১৯ ও শান্ত ৬৯ বলে ৬১ রানে অপরাজিত।
আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ব্যারি ম্যাককার্থি ও ম্যাথু হামফ্রেস।